দেশটা ভারত মাতার হোক
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে ভারত মাতা তুমি মুক্তি দাও
এই আ.লীগ, বিএনপি, জামাত থেকে,
তুমি পারলে এই বঙ্গ নিজের করে নাও।
সাধারণ জনগণ মরছে
সাধারণ শিক্ষার্থী মরছে
কিন্তু কোন আ.লীগ, বিএনপি, জামাত মরছে না?
যে স্বাধীনতা কথা বলতে দেয় না
যে স্বাধীনতা লিখতে দেয় না
যে স্বাধীনতা সাম্য দেয় না
সেই স্বাধীনতা দিয়ে কি লাভ?
হে ভারত মাতা পারলে এই বঙ্গ
তুমি নিজের করে নাও,
বিনিময় সাধারণ শিক্ষার্থী
সাধারণ মানুষ কে বাঁচতে দাও.....
এই আ.লীগ ক্ষমতা চায়
এই বিএনপি ক্ষমতা চায়
এই জামাত ক্ষমতা চায়
কিন্তু কেউ জনগণ চায় না।
হে ভারত মাতা তুমি মুক্তি দাও
এই বঙ্গ কে তোমার শরীরের
অঙ্গ বানিয়ে নাও।
এই দেশ কে মুক্ত করো ক্ষমতালোভী
মানুষদের হাত থেকে.....
7/16/24 10:22 AM
১৬-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।