চিঠি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি জানি, তুমি আমাকে অনেক ভালোবাসো। কারণ, আমি অন্য কোন মেয়ের কথা তোমাকে বললে তুমি সহ্য করতে পারো না।ক'দিন আগে কথা বলিনি চার-পাঁচবার ম্যাসেজ করেছিলে তুমি নিজেকে লুকিয়ে রাখো কেন? আমি তো বুঝি!আমার মনে তুমি যেমন হাতুড়ি চালাও হয়তো আমি তোমার মনে চালাই।আমি সব কিছু তোমার হুকুমজারি অনুয়ায়ী করেছি।আমি তোমাকে পাবো কি-না জানি না, তবে, যদি স্রষ্টা বলে যদি কেউ থাকে চন্দ্র,সূর্য যদি সত্যি হয়,একদিন না একদিন তোমাকে ঠিকই পাবো।যদি সানি লিওন, কিম কার্দাশিয়ান,নায়িকা পরীমনির সঙ্গে সেক্স করি তবুও আমি শান্তি পাবো না।কারণ, আমার মন হাওয়ার কাছেই থাকে, আমার তৃষ্ণা হাওয়া ছাড়া কোন নারী-ই পারবে না মেটাতে।আর আমি ছাড়া
তোমার যৌবনের উথাল-পাতাল টেউ কেউ সামলাতে পারবে না,তোমার যৌবন আমার।আমি কোন স্বার্থ খুঁজিনি শুধু তোমার ভালবাসা ছাড়া।তোমাকে অনেক বুঝিয়েছি,আমি কুকুর বড্ড ক্লান্ত আর ঘেউঘেউ করতে পারছি না।তোমাকে এক লহমার জন্য পেলেও শান্তি পেতাম কিন্তু হতভাগ্য আমার তাই আর কোন পাবার আশা নেই।তোমার মিষ্টি,দই,ক্ষীর যারে খুশি খাওয়াও।তবে আমি আগাছা বন্ধু হিসাবে থাকতে চাই।তোমাকে দেখার অপেক্ষায় রইলাম।কিছু ভালো লাগছে না কবে যে দেখবো....


আসলে জানিয়েন.....


২৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।