মায়া
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি তোমার প্রেমে পড়িনি
তোমার প্রেমে পড়েছে এই শয়তান মন
তাই তোমায় দেখি যখন-তখন।
চোখের পলক ফেলতেই তোমাকে দেখি
আকাশের তারকায় তোমাকে দেখি
যেদিকে তাকাই সেদিকে তোমাকে দেখি
ঘুমে তোমায় দেখি স্বপ্নে তোমায় দেখি
ঘুমের ঘরে পরী হয়ে আসো
স্বপ্নে তোমার সঙ্গে উদ্দাম সঙ্গমে লিপ্ত হই
অথচ তোমায় সকালে বিছানায় পাই না।
এ কি যে জ্বালা
তোমাকে বলে বোঝাতে পারছি না।
তুমি আমায় মুক্তি দাও
হয় কাছে এসে আপন করে নাও
নয়তো আমায় গলাটিপে হত্যা করে ফেল
আমি আর পারছি না।
আমার এই জ্বালা আর সহ্য হয় না
দয়া করে কিছু একটা করো.....


7/22/24 10:17 PM


২৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০৭-২০২৪ ১৬:৫১ মিঃ

মায়া