স্বৈরাচার বালিকা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
এমন স্বৈরাচার বালিকা'র বন্ধু হওয়ার কোন লিপ্সা নেই।
যে মানুষ কে মূল্যায়ন করে না
যার দম্ভে ভূমিকম্প হয়
এমন বালিকার অনুকম্পা পাওয়ার ইচ্ছে নাই।
যে তুচ্ছতাচ্ছিল্য করে
যে বালিকা'র মনে নেই প্রেম
এমন বালিকার বন্ধু হওয়ার ইচ্ছে নাই
এমন বালিকার সঙ্গে কথা বলার রুচি নাই।
কই আমিতো প্রেমিকা শূন্য নই
এখনো আমাকে পাওয়ার জন্য দু'বালিকা করে হইচই।
আমি শুধু বন্ধু হতে চেয়েছিলাম
আপনাকে চাওয়া বা পাওয়ার অভীপ্সা ছিল না।
কিন্তু এ্যাত্ত দাম্ভিক এ্যাত্ত বর্বর বালিকার
মনে জায়গা পেতে চাই না।
যে বালিকার মনে অহংকার করে বাস
তার বন্ধু হওয়ার নেই কোন আশ।
ভাল থেক রায়বাঘিনী.....
০৭/০৮/২০২৪
০৭-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।