৫ই আগস্ট
- অথই মিষ্টি
জয় জয় জয়, বাংলার জয়
জয়ী আজ মোরা সবে
আমাদের মতো, এক দেশেতে দুইবার বিজয়
হয়েছে কে কবে?
রাজপথে নেমে, প্রাণ দিয়ে মোরা
রাজপথ করেছি লাল
এই ৫ই আগস্ট, জয়ী মোরা হোলাম
রবে কোঠাহীন চিরকাল।
শোন সবে ওরে, মাথা উচু করে
প্রকৃত মেধাবীরা সমাজে দ্বারাবে
আর ভূয়া কোঠাধারীরা, মাথা নিচু করে
বিরহের গান গাইবে।
দিয়েছি প্রাণ, পাওয়ায় প্রকৃত মান
কত শত মেধাবীরা গেল হারিয়ে
পেলাম বিজয়, আর কিসের ভয়
হায় কখনো তাঁরা আসবেনা আর ফিরে।
০৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।