গোয়ালালপুরে
- আলমগীর সরকার লিটন

কাল্লে রে- ও কাল্লে রে-
লাল করে পাঠাও গোয়ালালপুরে!
নামের স্বাদ পাগলাও বুঝে
বুঝে না- কাল্লে রে;

মানকে বানর উপর নিচু
লাফা লাফি শুধু করে
তারে পাঠাও গোয়ালালপুরে;

কাল্লে বানর- ধাল্লা বানর
যত সব বানর আছে রে
গোয়ালালপুরে পাঠাও রে!
কাঁচা তেঁতুল মিঠা লাগে
গোয়া ঠাণ্ডা লাগে চালের উপরে
চলো যাই -গোয়ালালপুরে।
১৩-৮-২৪


১৩-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।