যে মনে অবহেলা করে বাস
- ফাইয়াজ ইসলাম ফাহিম
যে মনে অবহেলা করে বাস সেই মনে আমার সর্বনাশ।আমি আপনার নিকট অবহেলিত একজন ব্যক্তি বারংবার আর আপনার অনুকম্পা পাওয়ার ইচ্ছে নাই।মন থেকে আপনাকে মুছে ফেলেছি।যদিও মুছে ফেলা সম্ভব নয়।তবে মনের পার্লামেন্ট বিল পাশ করেছে যেখানে ভালবাসা নেই, সেখানে আপনি থাকতে পারবেন না।যেদিন লাস্ট ম্যাসেজ করেছি আপনাকে সেদিন আপনাকে দুই ফেসবুক একাউন্ট থেকে আনফ্রেন্ড করে দিয়েছি।আমি যারে নিজের থেকে ভালবাসি, যার জন্য মস্তিষ্ক ব্যথা করে,হার্ট ব্যথা করে, শরীরে রক্তচাপ বেড়ে যায়।সে ব্যস্ত হাসি-ঠাট্টা নিয়ে।সুতরাং মায়াহীন পাথরের মানবের প্রতি মশগুল হওয়া উত্তম নয়।আপনাকে আনফ্রেন্ড করে রাতে বন্ধুদের সঙ্গে মাঠে বসে মদ খাই।যদিও কোনদিন মদ খাই নাই কখনো।শরীরে বিরূপ প্রভাব ফেলে একটু অসুস্থ ছিলাম।এখন ভালো আছি। কখনো যদি বলেন আসেন বিবাহ করি, সেক্স করি এটি এখন একেবারেই অসম্ভব কারণ যে মনে ভালোবাসা নাই সেই মনে আমার বাসা নেই। আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে সাময়িক বিরতি নিয়েছি।
এখন হেল্প করতে পারি দু-এক হাজার টাকা লাগলে নিতে পারেন।বিকাশ/নগদ নং দিন.....
১৭-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।