৩৬শে জুলাই
- আলমগীর সরকার লিটন
৩৬শে জুলাই মনে রাখো,
রক্তে রঞ্জিত লাল সবুজ
পতাকায়- ৩৬শে জুলাই!
নতুন করে হেসে উঠেছে
আমার ঠোঁট-আমার চোখ মুখ-
বলার কিছু বলছে স্বাধীন
মনে রাখো- ভুল না আর
ভুলে না যাই ৩৬শে জুলাই;
ওরা বিবেক শূন্য- হিংস্র পশু
মুখে মিথ্যের ছলনা ছল
দীর্ঘ ষড়যন্ত্রের স্বৈরাচার-
শত রক্ত ঝরে- রুখে দিতে তাই
মনে রাখো ৩৬শে জুলাই!
২০-৮-২৪
২০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।