না বলা কথা...২১
- অথই মিষ্টি
শুধু চেয়েছি তোমায় আপন করে
একলা একা নিস্তব্ধ নিঃস্ব নিঃসঙ্গ এ মনের ঘরে।
থাকবে তুমি তোমার মতো
আবেগ ভরা ইচ্ছে যত চাইবে তত।
দিবো বলে তোমায় আমি আমার সকল মায়া ভরে
থাকবো শুধু চেয়ে চেয়ে সারাজীবনের সকল প্রহরে।
আঁকড়ে ধরে তোমায় আমি হৃদমাঝারে রাখব
দ্বিপ্রহর দুপুর সাঁঝের মায়ায় তোমার পাশে থাকব।
কল্পনাতে ভাসবো ওরে
রাঁত্রিবেলা স্বপ্নের প্রহরে।
বলব হাজার বছরের জমিয়ে রাখা মনের কথা
নাহে, মোটেও না তাই বলে তোমার মহামূল্যবান সময় নষ্ট করবোনা অযথা।
শুধু চাই এমন একজন তুমি হবে উদার মনের
সেই তোমাকে পেয়ে আমি বলব, "পেয়েছি রাজপুত্র আমার স্বপ্নের
২৬-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।