আবিষ্কার
- হোসাইন জাহান

খুঁজতে খুঁজতে কত কিছুই
পাওয়া যায় এই বিশ্বব্রহ্মান্ডে।
যেমন কলম্বাস খুঁজতে গিয়ে আবিস্কার করল
সুবিশাল আমেরিকা।
কিংবা থমসন আবিস্কার করল
অভিমানী নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের অস্তিত্ব।
অথবা আবিষ্কার হলো সহস্র কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্র নিহারিকা।
অথচ শত চেষ্টা করেও কেন জানি তোমাকে আবিষ্কার করা গেল না ।
আমি কি এতটাই ব্যর্থ বিজ্ঞানী?


২৯-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।