ও মারিয়া
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ও মারিয়া
ও রূপের রাণী,
তোমায় ভালবাসতে চাই
কাছে নাও টানি।
ও মারিয়া
ও আমার দেবী,
তোমার ভালবাসা সবসময় চাই
এটাই মনের দাবি।
ও মারিয়া
ও আমার বাঘিনী,
মনে ঝঞ্ঝা বইছে
তোমার তরে শেষ করবো নিজেকে তুমি যে প্রেম তটিনী।
ও মারিয়া
কেন করছো আমায় পর,
তোমায় নিয়ে গড়তে চাই
ভালবাসার ঘর।
ও মারিয়া
যেওনা আমায় ভূলে,
তোমার আজীবন চাই
বুকে নাওনা আমায় তুলে।
ও মারিয়া
ও মারিয়া....
উৎসর্গ: অদেখা ভালবাসা মারিযা কে......
২৯-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।