ও মারিয়া মধু
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১৪-০৯-২০২৪
ও মারিয়া মধু
মন চায় তোমার অলি হই,
গুণগুণ গান গেয়ে
তোমার বক্ষে আষ্টেপৃষ্টে রই।
ও মারিয়া মধু
অলির কষ্ট কেন বোঝনা,
ভালবেসে পাগল হয়ে
তারে কেন খোঁজ না।
ও মারিয়া মধু
এ্যাত্ত মধু জমে করবে কি লাভ,
তোমার অলির কষ্ট হয়
তোমার হয় না কি একটু অনুতাপ।
ও মারিয়া মধু
তোমার অলির করো যতন,
তোমার মধু ভাল থাকবে
যদি অলিকে ভাবো রতন...
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।