অষ্টাদশী বালিকা
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১৪-০৯-২০২৪

হে অষ্টাদশী বালিকা
মন চায় তোমার প্রেমে পড়ি
মন চায় তোমার কাছে আসি
মন চায় তোমার দীঘল কেশ বিনুনি করে দেই
মন চায় তোমার স্বর্ণকমল চরণে আলক্ত রাঙিয়ে দেই
মন চায় তোমার কোমল গাল দুটো টেনে দেই
মন চায় তোমার তোমার ঠোঁটে সহস্র কিস করি
মন চায় তোমার মাজায় বিছে পরিয়ে দেই।
মন চায় তোমার পাদপদ্মে দলিত হই।
মন চায় তোমার কাঁধে মাথা রেখে এলোমেলো গল্পগুজব করি
মন চায় তোমার তরে মিশে যাই।
কিন্তু দেখো কিচ্ছুটি হলো না
তোমাকে দেখা হলো না
তোমাকে পাওয়া হলো
তুমি নিজেই একটি কবিতা অথচ তোমাকে পাঠ করা হলো না....


উৎসর্গ: অষ্টাদশী বালিকা মারিয়া কে

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
০১-০৯-২০২৪ ১৭:৩৫ মিঃ

বালিকা