স্বাধীনতা আর রাজনীতি
- মোঃ মুসা (গাংচিল)
ফিলিস্তিনি লোক মারে, জাতি ভেদে কান্না
সব ফিলিস্তিনি আজ একসাথে আছে?
বিদেশের আগ্রাসনে জাতিভেদ নাই
সকলে একত্র হয়ে মরে থাকে পাশে।
হয়তো স্বাধীন হলে রাজনীতি দলে
নিজের জাতি নিজেকে মারবে তখন,
ক্ষমতা দখলদার সুবিধা কায়েম
জাতিতে জাতিতে তাই হবে যে জখম।
বাঙালিকে একদিন পাকিস্তান মারে
বাঙালি স্বাধীন হলো মারে কে এখন?
নিজের জাতিকে নিজে, মেরে হয় ধন্য
এই নাকি স্বাধীনতা আমাদের জন্য।
শান্তির ভুয়া স্লোগানে জাতি আজ বোকা
প্রতিটি কৌশলে আজ জাতি খায় ধোঁকা,
নিজের স্বার্থ হাসিলে গণভোট নাম,
অবশেষে পায় নাকি? কলার সে ছোকা।
০৩-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।