না বলা কথা...২৩
- অথই মিষ্টি
কঠিন পাথর হয়ে সহ্য করছি আমি পাথর ফাঁটা যন্ত্রণা
হাঁসিমাখা মোর মুখ দেখে যায় কি বোঝা বুকে লুকানো কাঁন্না।
সইছি আমি অসহ্য বেদনা আর বইতেছি কাঁধে কষ্টের হাল
দেখতেছি যে পরিস্থিতি তাতে এ হাল বইতে হবে হয়তো চিরকাল।
বুঝিনাই হায়, অবুঝ ছিলাম উত্তম দেখে বাবা দিয়েছে বিয়ে
উত্তম নামক এ ছদ্মবেশী স্বামীকে নিয়ে তবে কি সারাজীবন যাবে বয়ে!
হতে ভালো সবার কাছে যাইতেছি সব সয়ে
তবে কি হায় সারাজীবন না বলা কথাগুলো যাবে এমনভাবে বুকের ভিতর ক্ষয়ে!
জ্বলতেছে মন জ্বলছে জীবন যাবেই কি তবে জ্বলে!
মৃতদেহ নিয়ে থাকবে হায় যদি এমন ভাবে চলে।
বলতে পারি নাই মুখ ফুটে ভাই বুকে রেখেছি চেপে
পৃথিবী সমান কষ্ট এ বুকে বলতে পারি যদি দেখা যায় তা মেপে।
০৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।