প্রেমিকার উদ্দেশ্যে চিঠি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

প্রিয় মারিয়া,

আজ সারাদিন তোমার প্রোফাইলে কমপক্ষে ১০০ বার টুঁ মেরেছি।ম্যাসেজ করিনি তা সত্য।তুমি হয়তো জানো না ছেলে মানুষের কষ্ট।আমি আবেদনময়ী টাইপের ছেলে।তুমি যতটা হ্যাবলা ভাবো তার বিপরীতে আমি।মন চাচ্ছে তোমার নিকট সবসময় থাকি। আর বর হলে তো তোমার ডাক্তারী কাজে করতে দিতাম না সারাদিন তোমার সঙ্গে রোমান্স করতাম,আষ্টেপৃষ্টে লেগে থাকতাম তোমার সঙ্গে,আবার মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে সামলাতে পারবে না,যাইহোক বেশি গভীরে না যাই।তুমি আমাকে বিশ্বাস করো না।ছবি গুলো ডিলেট করে দিলে, কিছু কথোপকথন ডিলিট করে দিলে।আরে বাবা তুমি যদি আমায় না ভালবাসো তার মানে এই নয় যে তোমার ক্ষতি করবো।তোমার মনে যদি ভালবাসা না জন্মে জোর করার কি আছে?আমি তো তোমাকে ভালবাসি।একা একা ভালবেসে যাবো তোমার অপেক্ষায় সতত থাকবো,সারাদিন তোমাকে ঘিরে আমার সকল কাজ আবর্তিত হবে।যেখানে বিশ্বাস থাকে সেখানে ভালবাসা থাকে। তাছাড়া আমার ভয় হচ্ছে, মনে করো তোমার তোমার সঙ্গ পেলাম বা তোমার বর হলাম।যদি আবার কোন কারণে তোমাকে হারিয়ে ফেলি,তখন নিজেকে ক্ষমা করতে পারবো না।সত্যি সত্যি মারা পড়বো।তোমাকে ভালবাসি খোদার কসম,তুমি মনে আমার ভীষণ ঝড় তুলে দিয়েছো।কিন্তু, তার সম্মান যদি না দিতে পারো তা ভেবে সামনে আর অগ্রসর হওয়ার চিন্তা মন থেকে মুছে ফেলেছি। তোমাকে পাবার বা বিবাহের আশা নেই।মন কে বলে দিয়েছি বেশি আশা করিস না। তবে আজীবন ভালবেসে যাবো, তোমার আরাধনা করে যাবো...


তোমারই,
ফাইয়াজ ইসলাম ফাহিম

০৫/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ।


০৬-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।