আবেগী প্রেমের চিঠি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
প্রিয় মারিয়া,
অনেকেই তোমার ক্রাশ,অনেকেই তোমার আশ।আর তুমি আমার সর্বনাশ।কতবার দেখা করার ইচ্ছে পোষণ করলাম তোমার সদুত্তর উত্তর পেলাম না।আমি জানি না তোমার মন কি চায়?আমি জানি অনেকে তোমার মনে এন্ট্রি নিতে চাচ্ছে কেউ প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে।হয়তো তোমার মনে আছে অনেকের বসবাস,কাকে ভালবাসবে কাকে বিবাহ করবে ইয়ত্তা করতে পারছো না।যাইহোক, তোমাকে ভালবেসে ফেলেছি যখন,মন যখন তোমার কাছেই থাকে তবে ভালবেসে যাই।আজ থেকে তোমাকে পাওয়ার আশা সম্পূর্ণ ছেড়ে দিলাম।তুমি একদম মুক্ত। যেখানে কোন চাওয়া -পাওয়ার মূল্য নাই।সেখানে থাকার এখতিয়ার আমার নেই।আমার মনের পার্লামেন্ট তোমাকে পাওয়ার আশা নাকচ করে দিয়েছে,তবে ভালবাসার অনুমতি দিয়েছে।তুমি ভালো থেক, আর হয়তো বিরক্ত করবো না।নিজের খেয়াল রেখ,ভালো একটা ছেলেকে বিবাহ করিও।ভুল-ভাল ছেলের পাল্লায় পড়িও না।আমি চাই আমার ভালবাসার মানুষ ভালো থাকুক যে কারো সঙ্গে,যে তার মনের মতো।শুভকামনা সবসময়...
তোমারই,
ফাইয়াজ ইসলাম ফাহিম
০৫/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ
০৬-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।