অভিন্ন করো
- মুহাম্মাদ শরিফ হোসাইন

ভিন্ন আত্মা তুষ্ট করো
অভিন্ন আত্মা তৃপ্ত রাখো।

সূর্য নেই,শুকনো এ মাটি
ঝড়া ফুল ঝড়বে এখনি
আজ শুধু জীবিকার ভ্রান্তি।

অভিন্ন ঝপে,কেও ছিন্ন-ভিন্ন হাসে
অভিন্নতা শুদ্ধ শুধু, তাই ভিন্ন জাতও ভালোবাসে।
বিবেক দাও,অভিন্ন করে মানুষ করো
ঝপি পরওয়ারদেগার হে....

(এদেশের চাকুরী-ব্যবস্থা ও কিছু তরুনের করুন পরিণতির দৃশ্যপট বিবেচনায় রচিত)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।