মা আমেনার ফুল বাগানে
- মাহমুদুল মান্নান তারিফ

মা আমেনার ফুল বাগানে
মাহমুদুল মান্নান তারিফ

মা আমেনার ফুল বাগানে ফুল ফুটেছে,
আল্লা' তা'লার রহমতেরই দুয়ার খুলেছে।।

মক্কাশহর ফুলের ঘ্রাণে ধন্য হয়েছে,
আল্লা' তা'লার রহমতেরই দুয়ার খুলেছে।।

কে এসেছে কে এসেছে নবী এসেছে,
আল্লা' তা'লার রহমতেরই দুয়ার খুলেছে।।

মানবতার মুক্তির দূত রাসূল এসেছে,
আল্লা' তা'লার রহমতেরই দুয়ার খুলেছে।।

নবীনূরে কুল-জাহানের আঁধার টুটেছে,
আল্লা' তা'লার রহমতেরই দুয়ার খুলেছে।।

মায়ের কোলে হেসে শিশু নবী দোলেছে,
আল্লা' তা'লার রহমতেরই দুয়ার খুলেছে।।

রচনা; ০২ জুলাই ২০২৪


১০-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১২-০৯-২০২৪ ২২:৩৫ মিঃ

মানবতার মুক্তির দূত রাসূল এসেছে,
আল্লা' তা'লার রহমতেরই দুয়ার খুলেছে।।

১০-০৯-২০২৪ ২০:৫৫ মিঃ

একটি না'তে রাসূল (সা)
যে কেউ পরিবেশন করতে পারেন।