বল দেখাবেন পীরের দুয়ারে!
- মাহমুদুল মান্নান তারিফ ১১-১০-২০২৪
বল দেখাবেন পীরের দুয়ারে!
মাহমুদুল মান্নান তারিফ
বল দেখাবেন- পীরের দুয়ারে!
দুর্বল আপনি- বীরের দুয়ারে!
পীর যদি হোন- রবের বীর!
তাইলেতো ভাই- ভেঙে যাবে
নিজের হাতের- শমশির।।
হামলা করছেন- মাজার, মাজার!
ছুঁড়েন পাথর- হাজার, হাজার!
কামেল পীরের- মাজার হলে
খতমে ইউনুস- কাজ দিবে না
বড়াই যাবে- রসাতলে।
রচনা: ১১ সেপ্টেম্বর ২০২৪
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।