পিএইচডি প্রেমিক
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১০-১০-২০২৪

প্রেমের উপর পিএইচডি করেছি ভাই
কোন মেয়ে কেমন একবার দেখলে চিনবার পাই,
পিএইচডি প্রেমিক আমি শত করেছি প্রেম
কোন মেয়ে কেমন জানা আছে তাদের মনের ফ্রেম।


তুমি যদি দেখতে হও স্মার্ট সঙ্গে লম্বা চূড়া
তোমায় নিয়ে খেলতে চাইবে মজা করবে উড়াধুরা,
তোমায় নিয়ে খেলবে মিটাইবে দেহের জ্বালা
বিবাহের জন্য তাগাদা দিবে তোমার কান করবে ঝালাপালা।


ছোট্ট থেকে কিউট ছিলাম বলতো পাড়ার লোকে
যৌবনে পা দিয়ে যাই প্রেমের স্বর্গলোকে
মেয়েরা নাম্বার লইছে বাসে, ট্রেনে,চলতে
বারংবার ফোন দিতো মনটা আমার গলাতে।

যখন আমি হাইস্কুলে পড়ি বান্ধবী করতো নির্যাতন
মন দেইনি বলে দুষ্টমি অভিযোগ দিয়ে স্যারের খাওয়াইতো আমায় পিটন।

যখন আমি কলেজে ছিলাম পুরাই হট লুক
বান্ধবীরা দেখলে আমায় মনে ধরতো তাদের প্রেমের অসুখ।
ডিগ্রি কলেজের বড় আপু দিলো প্রেমের অফার
বড় আপুর সঙ্গে প্রেম করি আমার ভালবাসা হলো বাম্পার।

যখন আমি ভার্সিটিতে পড়ি
আহা! কি প্রেমের উড়াউড়ি,
আমি নাকি মেয়েদের ঘুম কেড়েছি
দিচ্ছি নাকি প্রেমের সুড়সুড়ি।

প্রেম চলছে, আছি প্রেমের ট্রেনে
আজীবন প্রেমিক থাকবো
চড়বো নানান নারী ট্রেনে......

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
১৬-০৯-২০২৪ ১০:১১ মিঃ

সত্যি