শ্রেষ্ঠ নবী
- অথই মিষ্টি

অদ্বিতীয় তুমি শ্রেষ্ঠ মানব অতুলনীয় তোমার সুরত।
গভীর অন্ধকারে পতিত হওয়া কালে আলোর দেখা পেল
তোমার কাছেই বৃহত্তম দেশ আরব।

তুমি দেখালে গোটা মানব জাতিকে কোন পথে মিলে সত্য।
কুসংস্কার আর ভ্রান্তিতে ভরা জ্ঞান হীন মানুষের অন্তরগুলোকে
সঠিক পথের সন্ধান দিয়ে শান্তিতে করলে শুভ্রত।

সবাইকে সঠিক ভাবে তুমি ন্যায়-অন্যায় বোঝালে।
মহান সৃষ্টিকর্তা একজনই আছে তাঁর পথ ধরে চলতে হবে
ইসলাম নামের সেই পথের তুমি সন্ধান দিলে।

তুমি নাবী সুন্দর আর শ্রেষ্ঠ তোমার গুণে।
মাহাত্ব তোমার এতোটাই বিশাল যে
ওয়াজিব হয় দরুদ পড়া তোমার নাম শুনে।

শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তুমি নাবী।
আঠারো হাজার মাখলুকাত শুধু তোমার নামে
মহান আল্লাহ রব্বুল আলামীন সৃষ্টি করলো সবি।

তুমি না এলে থাকতো না ভূবন থাকতো না আসমানের রবি।
খোদাতায়ালার প্রেরিত বন্ধুর মাঝে
তুমিই সর্ব উত্তম শ্রেষ্ঠ রাসুল ও নবী ।


১৬-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।