সবুজ মিনার ঐ যেখানে [বিশুদ্ধ]
- মাহমুদুল মান্নান তারিফ ১১-১০-২০২৪
সবুজ মিনার ঐ যেখানে
-মাহমুদুল মান্নান তারিফ
স্বরবৃত্ত: ৪+৪+৫/৬
সবুজ মিনার ঐ যেখানে ঐ পাশে রাওদ্বা,
গিলাফ ঢাকা প্রিয়নাবী দেখতে মনরে যা।
মন বলেছে দেখতে যাবে, সোনার মাদিনা,
নাই পকেটে টাকাকড়ি, তাইরে সাজি না।
নাবীজী গো দেখছ আমার বাংলাদেশে ঘর,
আমার কপাল হয়ত পোড়া এ দেশে কবর।
সবর ধরেই রইলাম বসেই, যেতে পারি না!
ও নাবীজী দাওগো দাওয়াত নূরের মাদিনা।
কত মানুষ কা'বা দেখে আমার ভাগ্য পুড়ে,
কা'বা ছুঁয়ে যায় মাদিনা আমিতো খুব দূরে।
যাবার লাগি রাওদ্বাপাকে যায় ফেটে সিনা,
মুজদালিফা,আরাফা ও দেখতে চাই মিনা।
রচনা: ১৪ আগস্ট ২০২০
লেখক: সহকারী অধ্যাপক
মাথিউরা সিনিয়র ফাযিল মাদ্রাসা
বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: 01715357517
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
MahmudulMannanTarif
১৬-০৯-২০২৪ ১৫:৩৮ মিঃযাবার লাগি রাওদ্বাপাকে যায় ফেটে সিনা,
মুজদালিফা,আরাফা ও দেখতে চাই মিনা।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।