সুখের পিয়ালা মন
- আলমগীর সরকার লিটন
সময়টা আজ ক্রীতদাসে উল্টো ঠোঁট
দেখি বাতাস উড়ছে শুধু পত পত করে;
কি অদ্ভূত সাতদিন পর মরা গাছে-
কষ্টনিবাস জীবিত হাসির ফুরফুরা উঠান!
এক ভাল লাগার পূর্ণিমা চাঁদ যেনো
বামুনের হাতেরমুঠোই কদম ফুল;
তাতে কি ক্রীতদাসের বিতৃষ্ণা চোখ
দৃষ্টিহীন যেনো যুগের পর যুগ-
এভাবেই বেঁচে থাকার মানে হলো
বেদনার অদম্য সুখের পিয়ালা মন।
০৮-১০-২৪
০৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।