সত্যবাদী ন্যায়পরায়ন
- আলমগীর সরকার লিটন
এসো সকলে এসো- এসো
মন আনন্দে- মন খুশিতে
ফুলেল উৎসবে যোগ দেই!
এসো- এসো- এসো-এসো
ঘ্রাণে মন কায়া পবিত্র সাজাই
ধর্ম বিশ্বাস হতে পারে ভিন্ন ভিন্ন!
প্রার্থনা একটাই, প্রভুর সরগম
রঙিয়ে উঠি উৎসব সত্যবাদী
ন্যায় পরায়ন ধর্মে একই নীতি;
পায় না কিছুই শুধু হিংসাহিংসী
মিথ্যাবাদী অন্যায়ে আমড়া কাঁঠের ঢেঁকি!
এসো সকলে এসো-এসো সত্যবাদী
ন্যায়পরায়নে গাই উৎসবের গান
এসো এসো ন্যায় পরায়ন হই সত্যবাদী।
14-10-24
১৪-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।