কমল হতে চাই
- আলমগীর সরকার লিটন
বলো সবাই আমি কমল হতে চাই
এই রক্ত ঘ্রাণে বইছে বাতাস
শুন শুন আমাকে কমল নামে ডাক!
যে নামের সুধা পান করেছে
এই দেশের আকাশ মাটি জল স্থল;
শিশু যুবক বৃদ্ধ ফুল আর ফল
শুন শুন আমাকে কমল নামে ডাক!
এই শিশু নাম নয় চিরবিশ্বময়, কমল মুখে
বেজে উঠেছে স্বাধীনতার বিজয় গান-
কণ্ঠধ্বনি বিপ্লব সংহতি শব্দ আওয়াজ
দেখো দেখো স্রোত বইছে খাল খনন-
দেখো বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন তোমারী
নামের পটে কমল অমরত্বের ঘ্রাণ;
বলো সবাই বলো আমি কমল হতে চাই।
৭-১১-২৪
১০-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।