প্রেমের সেরা চিঠি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
প্রিয় মারিয়া,
তোমাকে ভীষণ ভালোবাসি। প্রতিটি ক্ষণ আমি তোমার কথা মনে করি, মনে হয় যেন তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তোমার কাছে যেতে ইচ্ছে করে, তোমার কেশ বিনুনি করে দিতে ইচ্ছে করে, মন চায় তোমার পায়ে আলক্ত রাঙিয়ে দেই।
তোমার কন্ঠ মস্তিষ্কে নৃত্য করে,তোমাকে ভাবলে আলুলায়িত হয়ে যাই,হার্ট কেঁপে ওঠে । তোমার চোখের চাহনির স্নিগ্ধতায় হারিয়ে যেতে ইচ্ছে করে। তোমার সঙ্গ পেলে হয়তো জীবনের পূর্ণতা খুঁজে পেতাম।
তোমার প্রতিটি মুহূর্ত আমার কবে হবে? তোমার হাসি, তোমার কথা, সবকিছুতেই আছে এক অদ্ভুত মায়া। আমি চাই, তোমার কাঁধে মাথা রেখে, একসঙ্গে আকাশের তারকা দেখতে, আমি চাই গোধূলি বিকাল বেলায় তোমার হাতে হাত রেখে খুঁনসুটি গল্প করতে,সময়ের হিসাব না কষে হেঁটে চলে যাই অজানা গন্তব্যে ।আমি চাই জীবনটাকে একসাথে উপভোগ করতে।
যদি তুমি কখনো অনুভব করো, আমি তোমার পাশে আছি, তোমার সব কষ্ট ভাগ করে নিতে আমি রাজি। তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী।
তোমার প্রতি আমার এই অনুভূতিগুলো চিরন্তন।সত্যি বলছি,মন থেকে বলছি।ভবিষ্যৎ জীবন যেন একসঙ্গে কাটাতে পারি।
ভালবাসা ও শ্রদ্ধা সহ,
ফাইয়াজ ইসলাম ফাহিম
১০/১০/২০২৪ খ্রিষ্টাব্দ
১০-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।