গাত্রদাহ কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আপনার এ্যাত্ত গাত্রদাহ ক্যান
লাজ-শরম নাই আপনার হাঁটুর নিচে কি জ্ঞান?
বলছি আপনার সঙ্গে বলবো না কথা
মিছে তর্ক করেন কেন অযথা?
কখনো কি বলেছি আমি মহাকবি
আমি লিখনির মাঝে তুলে ধরি সত্য-মিথ্যার ছবি।
আমি যা করি আপনি তা করে দেখান
খালি কলসি ঠনঠন বাজে আপনি তার প্রমাণ।
আপনি মহাকবি
আপনি মহাজ্ঞানী
আপনি মহা ছন্দবাজ
আমার সঙ্গে কথা বলবেন না যদি থাকে লাজ।
.
আপনার সঙ্গে কথা বলার কোন ইচ্ছে নাই।সুতরাং, আর কোন রিপ্লাই পাবেন না।নিজেকে সবজান্তা ভাববেন না। কাউকে অযাচিত ভর্ৎসনা করবেন না।গ্রুপের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চাই না।আমাকে ভালো না লাগলে এড়িয়ে চলুন। শুভকামনা সবসময়।
৯:২৩ এম
১০/১১/২০২৪।
১৩-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৫-১১-২০২৪ ১৮:৩৩ মিঃ
কবির দারুণ ভাবনায় লেখা অসাধারণ কথামালা । অনেক অনেক ভালোলাগা ও মুগ্ধতা রেখে গেলাম পাঠে। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।