ছাত্র সমাজ
- মোঃ মুসা (গাংচিল)

তরুণ তাজা ছাত্র সমাজ,
পানি করায় দুরূহ কাজ।
ভয়কে তারা করেছে দূর,
দেখায় নতুন আগামী সুর।

সাহস যেরূপ বুকে ভরে,
দেশটা রক্ষায় উঠে পড়ে।
সঠিক ছন্দে অবিচল প্রাণ,
তাদের দিয়ে দেশকে-টান।

সত্য পথের নিচ্ছে শপথ,
মুছবে এবার ঐ কালো পথ।
তরুণ অরুণ ঐ কোথায় যাও।
দেশকে এবার এগিয়ে নাও।


০৫-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।