কিছু মুহূর্ত,কিছু মানুষ
- মুহাম্মাদ শরিফ হোসাইন
রঙিন লাল ঐ অরুণে
দূর আসমানে, নীল ইচ্ছেদের সাথে
গহীন সবুজে-সবুজে কাল খুঁজে যাই।
অরুণোদয়ে ছোট-ছোট দেহে
বড় অবুঝ ঐ মন।
আশা আর বাস্তব এ দুই দেখে
বিষে নীল দেহ-মন।
যা চাই
তাই করি,স্বস্বপ্নের স্বপ্নচুরি
ফলাতে সবুজায়ন।
শেষ...
চাওয়া-পাওয়া’র হিসেব খুঁজে
চলে যায় কতো জন।
কিছু মুহূর্ত,কিছু মানুষ সুন্দর হয়ই বা কখন?
(অল্প কিছু মুহূর্তের জন্য মানুষ শ্রেষ্ঠ,সুন্দর হতে পারে না।)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।