পৃথিবী থেকে মুক্তি চাই
- ডি এম শাহরিয়ার মাহমুদ
আমি কি বুঝাবো আমার আহত হৃদয়ের কথা ।
তবে আমি আমার একটি ইচ্ছের কথা বলতে পারি,
এই সুন্দর পৃথিবী আমার ভালো লাগে না,
আমার মন চায়, একটি চিরস্থায়ী অন্ধকার সময় আসুক
আমার জীবনে ।।
যেখানে আর কখনো সূর্যের আলো পড়বে না,
আর হৃয়দে কখনো নতুন আশা উদয় হবে না,
আলোকিত জীবনের।।
এখনতো বেশ ভালোই যাচ্ছে জীবন,
যতই হতাশা অন্ধকার আছে জিবনে,
সব শেষে স্বপ্ন দেখি সুখি হবার,
তবে এই স্বপ্ন দেখার পথটা অনেক বিষাদ লাগে ।
তাই এমন একটি জিবন চাই,
যেখানে অন্ধকার কিবা আলো যাই থাকুক,
নতুন আশা কিবা স্বপ্ন উদয় হবে না ।
আলো হলে আলো, অন্ধকার হলে অন্ধকার ।
তবে এই পৃথিবী থেকে মুক্তি চাই ।।
১৩-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।