নড়বড়ে সিদ্ধান্ত
- অথই মিষ্টি

কি চাই!
তুমি ছাড়া জীবন হয়ে উঠেছে উত্তপ্ত হৃদয়ে শান্তি নাই।

একথা কেন তবে বলছ আমায়!
বুঝতে পেড়েছি ভুল, হাড়িয়ে ফেলে বেকুল হৃদয় তোমাকেই ফেরত চাই।

বারংবার একই কথা শুনতে ভালো লাগেনা-যে
তবে বলো আমি হাঁটতে থাকবো লক্ষ্য পযর্ন্ত, যতক্ষণ তোমার হৃদয় না সায় দিবে।

তা তোমার দু-চোখে কি হয়েছে!
ঘুমতে পারিনি রাতে তাই একটু ফুলে গিয়েছে।

ওহ্ আচ্ছা, এখনো দ্বারিয়ে আছো যে!
কেমন করে ফিরে যাই বলো শুন্য হাতে, অমূল্য ধন হৃদয়ের মনিকে না নিয়ে?

তোমার বয়ে পড়া তেলে আমি আমার সখকে ভাসাবো-না
সীমিত তেল আমার, দোহাই তোমার তাই বলে অবহেলায় অপচয় করিওনা

এক জায়গায় বারবার ভাঙলে সেই পাত্র পূর্বের মতো থাকে না
মানুষ হলো সর্বোত্তম জীব তার সাথে তুচ্ছ পাত্রের দিওনা তুলনা

তোমার সাথে পারিনা
সত্যি বলছি তোমাকেই দিব প্রাধান্য আর তর্কে জড়াবো-না তুমি আমায় ভুল বুঝনা

তোমার এ মায়ামাখা দৃষ্টি আকর্ষণ করছে আমাকে
তাই তো আমার চৌম্বকীয় মেরু আমি এ বুকে ফিরে পেতে এসেছি তোমাকে


১৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।