বিলি ভাইয়া স্মরণে (ফান পোস্ট).....
- কাজী ফাতেমা ছবি
খুঁজতে খুঁজতে পাই না খুঁজে
মোদের ভাইয়া বিলি
কোথায় জানি হলো উধাও
গেলো নাকি চিলি।
হেথা খুঁজি সেথা খুঁজি
হাওয়া তুই কি নিলি?
জানিস নে তুই হাওয়া ওরে
ব্যথা মোদের দিলি।
বিলি ভাইয়া কোথায় তুমি
আসছো নাতো ব্লগে
রাগ করেছি বলব নাকো
কথা তোমার লগে।
কবিতায় কি দিয়েছো ডুব
সাঁতার কাটছ সুখে
কবিতা কি দিলো তোমায়
আজব মন্ত্র ফুঁকে!
গুম হয়েছো এখান থেকে
মোদের গেলে ভুলে
কাহিনী কি এসে বলো
সব ঘটনা খুলে।
বিয়ের বাদ্যি বাজলো নাকি
দিবে নিমন্তন্ন?
জানতে আমরা খবর তোমার
খুঁজছি তন্ন তন্ন!
ওমা একি দূরে দেখি
মোদের ভাইয়া বিলি
কি জানি কি ধ্যানে, একি!
হাতে পানের খিলি।
পান চিবিয়ে রাঙ্গা ঠোঁটে
বিলি ভাইয়া হাসে
মত্ত ভাইয়া গল্প কথায়
সুন্দরী তার পাশে!
প্রেমে খাচ্ছ হাবুডুবু
জানি নাকো আমরা
এসো তবে এখান'টাতে
তুলব পিঠের চামড়া!
আরে ভাইয়া ভয় পেয়ো না
সেতো কথার কথা
না জানিয়ে ঘটলে কিছু
মারব চোখে গুঁতা!
আরে আরে তাও না হা হা
ভালো ভাইয়া বিলি
আচ্ছা ভাইয়া বলো চুপি!
মেয়ে'র নাম কি মিলি?
ফিরে এসো মোদের পাশে
অপেক্ষাতে আছি
খবর জানতে বসে আছেন
মোদের শায়মা চাচি
থুক্কু
মোদের শায়মা আপি ;)
ঘটনা যে ঘটল আহা
কত কিলাকিলি
থুক্কু
ঝগড়া ঝাটি বাক বিতন্ডা
মিস করলে ভাই বিলি!
কবিতা'রা নেই এখানে
বিতৃষ্ণা যে গিলি
আসলে তুমি উঠবে হেসে
ব্লগ'টা ঝিলিমিলি।
২৭ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮
১৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।