শিরোনামহীন-১
- কাজী ফাতেমা ছবি
১/
লিখে লিখে পোস্ট করে
চাইছো কেবল বলুক লোকে
প্রশংসাতে লাইক কমেন্ট
দিক না সবাই মন্ত্র ফুঁকে!
অন্যের লেখা থাক না পড়ে
নিজে লিখেই হবো কবি
চাতক পাখি পিপাসাতে
আঁকো কেবল দুঃখের ছবি!
অন্যের পোস্টে যাও না কভু
পোস্ট করো ভুঁরি ভুঁরি
তোমরা লেখক তোমরা কবি
তোমাদের ভাই নেইকো জুড়ি!
বুঝলে না হায় বেকুব তোমরা
পেতে কিছু দিতেও যে হয়
ঝরে যাও তাই অবেলাতে
লেখালেখির হয় অবক্ষয়।
বাড়ত মেধা লেখালেখির
পড়তে যদি সবার লেখা
প্রশংসাতে ভেসে ভেসে
টানতে মনে সুখের রেখা।
২০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।