অভিমানী বুবু...... যেয়ো না চলে
- কাজী ফাতেমা ছবি
বুবু আমার অভিমানী-মুছে দিলো সুখের ছন্দ
আচম্বিতে মনে লাগল-জানি নাকো কিসের দ্বন্দ্ব।
কত কথা লিখা ছিলো- সামু ব্লগের পাতায় পাতায়
পাতাগুলো শূন্য দেখে-মন’টা কষ্টে বড্ড ছাতায়।
গল্প স্বল্প আড্ডাবাজি-কাব্য ছড়া ইসলাম কথন
ছিলো সবই সারি সারি- রেখেছে বু করে যতন।
লেখা পড়ে আনন্দেতে-দিয়েছি যে উত্তর সেথায়
কাব্য গেলো সব হারিয়ে -বুক’টা তাইতো পুড়ে ব্যথায়।
মুছে দিলো লেখা বুবু-মনে বুঝি অথৈ কষ্ট
জানি নাকো মন’টা বুবুর- করলো কে-যে এমন নষ্ট।
কার ক্ষতি’টা করলো বুবু - এখান’টাতে বলো দেখি
বুবু আমার প্রাণোবন্ত- আড্ডা গল্প নয়কো মেকি!
কাব্যগুলো পড়লে বুবুর-প্রেমের ঊর্মি উঠতো বুকে
শব্দে শব্দে ভালবাসা-আহা পড়লে কাটত সুখে।
সবই যে আজ স্মৃতি হলো-অভিমানে ধূয়ে নিলো
এত কথার কাব্যগুলো-বুবু আমার মুছে দিলো।
বুবুর ব্লগ’টা শূন্য দেখে-বুকের ভিতর মুচড়ে উঠে
লেখালেখির এই জগতে-এসে গেলো মন’টা টুটে।
ও বুবু যাওনাগো বলে-কেনো হলে অভিমানী
ভালবাসি বুবু তোমায়-নইকো আমি কবি জ্ঞানী।
২০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।