দিনান্তে সরল হাসির রেখায় ফিরি
- নাহিদ সরদার

পরিত্রাণের সংঙ্গা থেকে উঠে আসে দূরত্বের বয়ান।

হারিয়ে যাওয়া যায় কতদূর?

পাখির ডাকের কাছে পরাহত
অথবা
সমুদ্র মহিমান্বিত ঢেউ আটকায়।

তারাও বা কত দিন ধরে রাখতে পারে?

দিনান্তে,
সরল হাসির রেখায় আসতে হয় ফিরে।


২৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।