আমার প্রেমে ডুববে তুমি
- কাজী ফাতেমা ছবি
স্নিগ্ধতাতে মাখামাখি-গোলাপী রঙ ফুলে
বন্ধ তুমি আসবে কাছে-ফুল রেখেছি তুলে,
সবুজ পাড়ের গোলাপী রঙ-সেই শাড়িটা পড়ে
বসে আছি নদীর কিনার-ধূঁধূ বালুচরে।
মন দেবো না ফুল দেবো কি?ভেবে মরি একা
জেনে নেবো কাছে তোমার-করতে আসলে দেখা।
২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।