কাব্য কণা ৬-৮
- কাজী ফাতেমা ছবি

০৬ ।নজর কেবল ফুলে দাও-অন্যদিকে নয়-দেখো রঙ দেখো-রোদ্দুর আলোয় গোলাপী রঙ আভা। আমায় দিবে বলে ছিঁড়তে যেয়ো না প্লিজ-ওটা ওখানেই থাক-কেবল চলো মুগ্ধ হই।

০৭। কত রঙে ভরা এই রঙের দুনিয়া-যা না তোরা শুনিয়া
এত রঙের মাঝে মানুষ-দু:স্বপ্ন যায় বুনিয়া।

০৮। জল ছেড়েছুড়ে ঠাঁয় দাঁড়িয়ে গোলাপী রং গায়ে মেখে একঝাঁক মুগ্ধতা, চোখের রোদচশমাটা সরাও দিনি এবার-দেখো চোখ জুড়িয়ে নাও-এমন প্রহর হয়তো আর না-ও পেতে পারো তুমি।


২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।