কাব্য কণা ১১-১৪
- কাজী ফাতেমা ছবি

১১। যে পথে হেঁটে যায় মানুষ-কেউ পৌছে গন্তব্যে
কেউ রয়ে যায় এখানে, রক্তে ভেজা পথ-কেবল স্মৃতি হয়ে থাকে মানুষের মন্তব্যে।

১২। পেঁপে গাছের কাঁচা পেঁপে-রাখছি পেড়ে ঘরে
এসো ত্বরা রাঁধছি বাপু-কই মাছের ঝোলে।
ফরমালিনমুক্ত তরকারীতে অল্প দিলাম ঝাল
আজ যদি না আসো-পাবে না আর কাল।

১৩। তুমি আমি দুটো ফুল
পাশাপাশি আছি
তুমি আমায়-আমি তোমায়
নিয়ে সুখে বাঁচি।

১৪। ফুলকুঁড়ি তুই কুঁড়ি হয়ে থাক না
ফুটে গেলে যাবি ঝরে-
তুই এভাবেই ঠাঁয় দাঁড়িয়ে থাক না


২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।