কাব্য কণা ১২-১৩
- কাজী ফাতেমা ছবি
১২। কোন এক দুপুরে তুমি এসো-ফুচকা কিংবা আইসক্রিম খেতে খেতে গল্পোচ্ছলে হয়ে যাবে কিছু ভালোবাসা কথন
সাজিয়ে নিয়ো মনের চুরকুঠুরিতে-আমার জন্য কিছু প্রেমের কাব্য যতন।
সবুজ ঘাসের মন ডুবিয়ে তুমি আমি সামনাসামনি-আসন পেতে বসে
যাবো না হয় খানিকক্ষণ , এই জীবনের অঙ্ক কষে।
১৩। সবুজ বৃক্ষ, আকাশ আর জলে মাখামাখি জীবন-আহা কত স্নিগ্ধতা আছে ছড়িয়ে
এখানেই নাক টেনে নেই শুদ্ধ অক্সিজেন, কত মমতা পড়ে গড়িয়ে,
মন বাড়িয়ে ছুঁই, আহা প্রকৃতি কেনো আমায় এত কাছে টানে
মুগ্ধতায় যায় সময়, সুখ আসে ফিরে আসে বারবার আমার এ অবুঝ প্রাণে।
র্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩
২৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।