ফুল কাব্য ২১-২২
- কাজী ফাতেমা ছবি

২১। সবুজের ফাকেঁ মুখ লুকিয়ে হাসে সাদা পরী.......কেনো রে বাবা ঝরে গেলি....... করে তড়িগড়ি
কিছুটাক্ষণ থাকতি ঝুলে ডালে ডালে.........তোদের উপর বৃষ্টির নৃত্য দেখতাম তালে তালে।

২২। ছিঁড়ে নিলে সবুজ পাতা, কাঁদবে ফুলের শোকে
চুপসে যাবে গাছের শাখা, পড়বে ধূলায় ঝোঁকে।
ফুল ফুটে থাক্ গাছের শাখে, দেখতে লাগে সুন্দর
ফুলের ঘ্রাণে মাতাল হাওয়া, মুগ্ধতায় হৃদ বন্দর।


০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।