ছোটো কবিতা ১১-১২
- কাজী ফাতেমা ছবি

১২। গোলাপী রঙ ঠোঁটে মাখি, মুসেন্ডা ফুল হতে
যাই থেমে যাই আচম্বিতে, ফুল ফুটা এই পথে,
বড় ভালো লাগে আমার, ফুল পাখিদের সুর
মুগ্ধতারা আমায় ছেড়ে আর থাকে না দূর।

১৩। শুভ্রতার রঙ মেখে সবুজ পাতারা বড় অহংকারী হয়, সবুজ বুকে জন্ম নিয়ে শুভ্রতার রঙ হেসে উঠে রোদের আলোয়, ব্যস রোদ গিয়ে আঁধার নামলেই ঝরে পড়ে শুভ্রতারা আর পাতারা তখন দু:খে পড়ে নুয়ে।


০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।