মিষ্টি কাব্য ১-৩
- কাজী ফাতেমা ছবি
১। ডায়াবেটিস আর চর্বি কিনতে গিয়েছিলাম হাঁটে
দেখি একি কান্ড আহা, মানুষ মত্ত মিষ্টি পাঠে,
মিষ্টির ভিতর দূধের সিরা, লোভনীয় খাবার
মানুষগুলো যুদ্ধ লেগে-করছে মিষ্টি সাবাড়।
০২। কাঁচা মাছের সারি .......নিয়ে যাবো বাড়ি
খাবো বানিয়ে ভর্তা, কিনে দেয় না যে কর্তা।
০৩। পায়ে পায়ে কত মানুষ, হাঁটছে হাসছে গল্পে
কেউবা আবার বুনছে স্বপ্ন, মনের ভিতর কল্পে।
সারি সারি মিষ্টির দোকান, গোল্লা গোল্লা মিষ্টি
পূর্বাচলে নেমেছে আজ, আহা সুখের বৃষ্টি।
০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।