মিষ্টি কাব্য ৭-৯
- কাজী ফাতেমা ছবি

০৭। পূর্বাচলে মিষ্টির দোকান, মিষ্টি সারি সারি
এত মিষ্টি রেখে ক্যাম্নে, ফিরে আসি বাড়ি!
বালিশ মিষ্টি, কাঁথা মিষ্টি, আছে মিষ্টির কম্বল
তারাই স্বাদ পারে নিতে, জিভটা যাদের সম্বল।

০৮। খোকাবাবু ঠায় তাকিয়ে, জিভে টানছে পানি
মিষ্টি খেতে সেও পাগল জানি আমি জানি হাহাহা।

০৯। আর পারি না খেতে বেশি, গ্যাসের জ্বালায় মরি
রাস্তার খাবার দেখলে চোখে, খাবো না, না করি
তেলে ভাজা খাবারগুলো, জল আনে যে জিভে
কষ্টে মরে তারা, যারা, খেয়ে ফেলে লোভে।


০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।