মিষ্টি কাব্য ১০-১৩
- কাজী ফাতেমা ছবি

১০। ফুসকার বস্তা, মনে হয় সস্তা
খেলে খান তাড়াতাড়ি, করবেন না বাড়াবাড়ি।
সহন ক্ষমতায় খান-খেয়ে বাড়ি যান।

১১। জিভে জল হু হাহাহাহা ......... খেতে জিভ লকলক
তুলছি ফটো আমি-খাবেন আপনেরা আহা কত শখ....
নোন মরিচ নিয়ে আসেন আগে
পড়তে পারে কিছুটা ভাগে হুহ।

১২। মিষ্টি খাবেন? আগে আসলে আগে পাবেন
বুঝে শুনে একটু আধটু- নিয়ে নিয়ে খাবেন।

১৩। অসুখ হলে দোষ নাই আমার,
হয় যদি বা গ্যাসের খামার,
নিউসেপটিন আর সেকলো
আলকার কিংবা প্যানটোনিক্স
খেতে পারেন
খা্ওয়ার আগে নিয়েন খেয়ে
তবেই যাবেন সুখের গান গেয়ে।

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১


০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।