ফুল কাব্য ৪-৬
- কাজী ফাতেমা ছবি

৪। চন্দ্র মল্লিকা ফুল শুদ্ধতার রঙ নিয়ে ফুটে থাকে
দোলে হাওয়া-কয়েকটা দিন আয়ু তার....... ঝরে যাবে একদিন ফাঁকে।

৫। রোদ্দুরের রঙ গায়ে মেঘে হলুদ চন্দ্র মল্লিকা হেসে উঠে খিলখিলিয়ে
হাওয়ার দুলে দুলে ফুল'রা উঠে সুখে ঝিলমিলিয়ে।

৬। হলুদ গাঁদার রঙের, দিবি কিনে শাড়ী
নইলে কিন্তু উঠবে না আর
চুলোয় ভাতে হাড়ি..........
জায়গা নেই আর তোর বাড়ী।


০৪-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।