ফুল কাব্য ৭-৯
- কাজী ফাতেমা ছবি

৭। হলুদ গাঁদার ফুল-রঙিন পলাশ ফুল
এনে দে এনে দে তুই

৮। চন্দ্র মল্লিকার কলি,,,,, কানে তাদের বলি
যা না ফুটে, রোদ্দুর ছুঁয়ে থাক্ না পাপড়ি মেলে
দেখলে তোকে ক্লান্তিগুলো
যাবে আমার টুটে।

৯। স্নিগ্ধতাতে ফুটিস চন্দ্র........ নিত্য সকাল বেলা
দিস বসিয়ে বুকেতে তোর, মেৌমাছিদের মেলা।


০৪-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।