বসন্ত ফুল কাব্য ৭-৯
- কাজী ফাতেমা ছবি
৭। শুনরে শুন কালিয়া
ফুল আমি ডালিয়া........ দে না বাপু মনখানা তোর
তোর প্রেমেতে আমার ঘোর
খোঁপায় দিবি ডালিয়া..........ও বন্ধু কালিয়া।
৮। হলুদ গাঁদায় পিপড়ে বসে, মধু খাবে আশায়
প্রকৃতির এই প্রেম আমায়, সুখের তরে হাসায়।
চুপসে যাবে ফুলের পাপড়ি, তবু লাগে ভালো
হলুদ গাঁদা থাকে ফুটে, বাগান করে আলো।
৯। কন্যারে তুই সেজেছিস কী,,,,, বিয়ের শাড়ীতে
বাজনা বাজে রিনিঝিনি, আজকে কী তোর বাড়িতে।
০৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।