বসন্ত ফুল কাব্য ১৩-১৫
- কাজী ফাতেমা ছবি
১৩। পিটুনিয়া ফুটে তাকে রঙবাহারী রঙে
হেলে দুলে নাচে সে যে বাতাস এলে ঢঙে।
১৪। নাম জানি না ফুল রে আমি, নাম জানি না তোর
পথের ধারে থাকিস ফুটে সকাল সন্ধ্যা ভোর
নাম জানি না ফুল রে তোর।
১৫। বসন্ত রঙ মনে, কত সুখ এসে ধরা দেয় জীবনে ঠিক যেনো আমি এক খয়েরী গাঁদা। সুখে দুলতে থাকি গাছের ডাল ধরে।
০৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।