কিছু মায়ের কথা
- কাজী ফাতেমা ছবি
মায়েরা তো হয় মমতাময়ী, কোনো কোনো মা কেনো হয় এত পাষাণ
সেই মায়েদের গল্প পড়ে হৃদয়বাড়ি ভেঙ্গে হয় খান খান
খোঁজ রাখে না তাঁর সন্তানের, নিজ সুখেতে সুখি হয় সেই মা,
রাজকন্যার তার বাড়ে কেবল অন্তরেতে ঘা।
ছোট একটি রাজকন্যা তার, একা বসত করে
মা কেনো হয় এমনতরো, মেয়ে ফেলে থাকে অন্য ঘরে।
০৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।